ঢাকারবিবার , ৫ মার্চ ২০২৩

ইতালির ভেনিসে বাংলাদেশী মালিকানাধীন ৫ ম ব্যাবসা প্রতিষ্ঠানের উদ্ভোধন

জাকির হোসেন সুমন
মার্চ ৫, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

ব্যাুরো চিফ ইউরোপ :

ইতালির ভেনিসে যাত্রা শুরু করলো বাংলাদেশী মালিকানাধীন এস কেবি পাস্তেচেরিয়া বার ৫ম ব্যাবসা প্রতিষ্ঠান ।
ইতালিতে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠান । ব্যাবসায় ঝুকি থাকা সত্বেও দক্ষতা , সততা ও সাহস নিয়ে সুনামের সাথে প্রবাসের মাটিতে নিজেদের শক্ত একটি অবস্থান তৈরী করে নিচ্ছে বাংলাদেশীরা।
শরীয়তপুর জেলার নাড়িয়া উপজেলার এস কেবি শান্ত বেপারী । জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে পারি জমান ইতালিতে। প্রথম দিকে অন্যের প্রতিষ্ঠানে কাজ করার পর একটা সময় নিজেই ব্যাবসা শুরু করেন।
এস কেবি ফাস্ট ফুড , এস কেবি কারামেল্লা, এস কেবি আইসক্রিম ও স্টেশনারী দোকান সহ ভেনিসে গড়ে তুলেছেন ৫ টি ব্যাবসা প্রতিষ্ঠান । এই ব্যাবসা প্রতিষ্ঠান গুলোতে কর্মসংস্হানের ব্যাবস্হা করেছেন ৯ জন বাংলাদেশী সহ ইতালিয়ান ও অন্য দেশী অভিলাষী দের । ভেনিসের মেস্রের ভিয়া কর্সে দেল পপুলো তে এস কেবি পাস্তেচেরিয়া বার উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ ।
শান্তর মতো আরো অনেক বাংলাদেশী এগিয়ে যাবে , সফলতা পাবে , সেই সাথে বাংলাদেশীদের কর্মসংস্থান সৃষ্টি হবে , নিজ দেশে রেমিট্যান্স প্রেরনের মাধমে দেশকেও এগিয়ে নিয়ে যাবে এটাই সকলের প্রত্যাশা।