ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩

জবিতে ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

Siam Hossen
মার্চ ৬, ২০২৩ ৭:৪০ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

জবি প্রতিনিধি:

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজন এ অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার ( ৫ মা র্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান অনুষদ প্রাঙ্গন এ মহড়াটি অনুষ্ঠিত হয়েছে।

মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিশেষজ্ঞ প্রশিক্ষক দল অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি ও রেঞ্জার ইউনিট এর সদস্যরা অংশ গ্রহণ করে। দুর্ঘটনা ঘটলে কী ভাবে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করা যায়, বাস্তব এ কী ভাবে আগুন নেভানো হয় ও তার বিভিন্ন কলাকৌশল এবং ভূমিকম্প এর সময় নিজেদের জান মাল রক্ষায় করণীয় বিষয় এ বিভিন্ন কৌশল, হতাহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান ইত্যাদি বিষয় এ মহড়ায় প্রশিক্ষণ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়  এর উপাচার্য অধাপক ড. মো: ইমদাদুল হক এর সভাপতিত্বে মহড়াটিতে প্রধান অতিথি হিসেব এ উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সচিব মো: কামরুল হাসান এনডিসি।

তিনি বলেন, সাধারণত সকল ধরণ এর দুর্যোগ এর পূর্বাভাস আমরা পেলেও ভূমিকম্প এর পূর্বাভাস পাওয়া যায় না। তাই ভূমিকম্প এর সময় তাৎক্ষণিক করণীয় কি তা সম্বন্ধে আমাদের অবগত থাকা অত্যাবশকীয়। এছাড়াও অগ্নিকাণ্ড ঘটার আগে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং দূর্ঘটনাবসত অগ্নিকান্ড ঘটলে তাৎক্ষণিক কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা সম্বন্ধে আমাদের জানতে হবে৷

মহড়াটিতে বিশেষ অতিথি হিসেব এ উপস্থিত ছিলেন মন্ত্রণালয়টির অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিষ্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, প্রক্টর অধাপক ড. মোস্তফা কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর পরিচালক মো: ফিরোজ উদ্দিন।