ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩

নড়াইলে চেয়ারম্যান এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ব্যাবস্থা চেয়ে ৮ সদস্যের আবেদন।

মোঃ আজিজুর বিশ্বাস
মার্চ ৬, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

স্টাফ রিপোর্টার।

 

নড়াইলের লোহাগড়া উপজেলার ১১ ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহানুক রহমান এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিকার চেয়ে ৮ ইউ পি সদস্যের আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন।

গতকাল সোমবার সকালে ১১ নং ইতনা ইউনিয়ন পরিষদের ৪ ওর্য়াডের সদস্য শাহাদুল শেখ, ৫ ওর্য়াডের সদস্য মোঃ জামাল শেখ,৬ নং ওর্য়াড সদস্য মোঃ অপু মোল্যা ৭ নং ওর্য়াড সদস্য মোঃ ইলিয়াস মোল্যা ,৮ নং ওর্য়াড সদস্য মোঃ রানা কাজি ও ৯ নং ওর্য়াডের সদস্য মোঃ ফায়েক আলী এবং( ৩,৪,৫,৬) সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা (৭,৮,৯) সংরক্ষিত মহিলা সদস্য নিলুফা বেগম ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহানুক রহমানকে নামে মিথা অভিযোগের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।

চেয়ারম্যান বলেন ২/৩ জন ইউ পি সদস্য আমার নামে যে অভিযোগ দিয়েছে তা ভিত্তিহীন, বানোয়াট। ওই সদস্যরা বিভিন্ন ভাতা ও উন্নয়নমুলক কাজ থেকে আর্থিক ফয়দা লুটে নিতে চাই। আমি সেখানে বাধা হয়ে দাড়ালে তারা আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করে।

সেই কারনে আমরা ৮ জন মেম্বার স্বাক্ষর করে ওই মেম্বারদের বিচারের দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন দিয়েছে আজ।

এঘটনায় ১১ নং ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহানুক রহমান আরও বলেন আপনারা দেখেছেন ৮ জন ইউনিয়ন সদস্য ওই তিন সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন দিয়েছে। আমি খারাপ হলে তো আমার জন্য আবেদন করতো না।আমি মিটিং করে রেজুলেশনের মাধ্যমে আমার কতৃপক্ষকে আবগত করবো।

 

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০