
স্বপন কুমার রায় খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠনের দু’দিনব্যাপী ৫ ও ৬ মার্চ রবিবার ও সোমবার স্কুল মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ অনুষ্ঠানে সোমবার সমাপনী দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক শেখর ঢালী বলেন,,শাররীক সুস্হতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।এজন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অভ্যস্ত করতে হবে। তিনি বলেন খেলাধুলা সহ সকল ক্ষেত্রে মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে। সাফ ফুটবলে মেয়েরা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জণ করেছে। এ ধারা অব্যহত থাকলে মেয়েরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবে।
এসময় উপস্হিত ছিলেন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি প্রনবেন্দু রায়,প্রাক্তন প্রধান শিক্ষক
স্বপন কুমার রায়,প্রাক্তন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধেন্ধু শেখর রায়,স্কুল পরিচালনা পর্ষদের সদস্য নিত্যানন্দ মিস্ত্রী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।