ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩

শিবগঞ্জ সরকারি এম.এইচ. মহাবিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস-২০২৩’ উদযাপিত

Siam Hossen
মার্চ ৭, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারি এম.এইচ. মহাবিদ্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস-২০২৩’ উদযাপিত হয়েছে।
প্রভাতে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বাঙালী জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের রূপকার, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। বেলা ১১.০০ টায় বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ-এর ভাষণ প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় মহাবিদ্যালয় হল রুমে ঐতিহাসিক ৭ মার্চ-এর ভাষণের তাৎপর্য্য তুলে ধরে এক আলোচনা সভা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রভাষক জামিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সিনিয়র প্রভাষক ছানোয়ার হোসেন, প্রভাষক সোহানুর রহমান, মইনুল ইসলাম, জয়নুল আবেদীন, আনিছার রহমান, শাহীনুর রহমান, এমদাদুল হক, শরীরচর্চা শিক্ষক ওয়াজেদ আলী। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। পুরস্কার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও আগে সকাল হতে দিনব্যাপী সাউন্স সিস্টেমের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ আপামর জনসাধারণের উদ্দেশ্যে শুনানো হয়।