ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩

সিংড়ায় মসজিদের জায়গাকে কেন্দ্র করে স্ত্রীকে জিবন্ত অবস্থায় মাটিচাপা দেওয়ার চেষ্টা।

বেল্লাল হোসেন বাবু
মার্চ ৮, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!
                       

রাজশাহী বিভাগীয় প্রধান :

নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নের বনকুড়ি (খাসপাড়া)গ্রামে মসজিদের নিচু জায়গায় মাটি ভরাট কে কেন্দ্র করে মসজিদ কমিটি ও মসজিদ কমিটির বাহিরে গ্রামের কিছু লোকজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে,
পরে ওই গ্রামের আবুল এর ছেলে মোঃ নওশের রাগান্বিত হয়ে তাহার স্ত্রী মোছাঃ নাজমা (৩০)কে জীবন্ত অবস্থায় মাটিচাপা দেওয়ার চেষ্টা করিলে পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।

ওই গ্রামের স্থানীয় একবাসিন্দা, নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন তাদের বাড়ির পূর্ব পাশে কিছুটা নিচু জায়গা আছে সেই জায়গা টি মসজিদের,

নওশের আলী বলেন, সেই জায়গাটি আমার নিজের পৈতৃক সম্পত্তি।

স্থানীয় সূত্রে জানা যায়,
মসজিদ কমিটি ও মসজিদ কমিটির বাহিরে কিছু লোকজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, নওশের তাহার স্ত্রী নাজমাকে জিবন্ত অবস্থায় মাটিচাপা দেওয়ার চেষ্টা করে ও তাহার হাতে থাকা ব্যানার দিয়ে মাথায় সজোরে আঘাত করলে রক্তপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়,

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান বলেন, এখনো লিখিত কোন অভিযোগ পাইনাই অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।