ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩

রাজশাহীর দূর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাহিদ ইসলাম
মার্চ ৮, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দূর্গাপুরে “ডিজিটাল প্রযুক্তি উদ্বাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”
এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ০৮ মার্চ বুধবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা এবং প্রর্দশনী দূর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডাঃ মনসুর রহমান সংসদ সদস্য পুঠিয়া দূর্গাপুর। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ দূর্গাপুর, উপস্থিত ছিলেন বানেছা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোতালেব মোল্লা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দূর্গাপুর, সাজেদুর রহমান মিঠু মেয়র দূর্গাপুর পৌরসভা রাজশাহী।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা দূর্গাপুর রাজশাহী। সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র, দূর্গাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপ সহকারী পাট কর্মকর্তা রুবেল রানা,সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর পৌরসভা কিশোর কিশোরী ক্লাব এর ছাত্র ছাত্রী এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান, সোহেলী খাতুন, প্রশিক্ষক বিউটিফিকেশন সেলিনা খাতুন, ফারহানা খাতুন ব্লক বাটিক প্রশিক্ষক কিশোর কিশোরী ক্লাব এর সংগীত শিক্ষক রাশেদুর রহমান, সংগীত প্রশিক্ষক আলফা খাতুন, হাসিবুর রহমান, ইকবাল হোসেন আবদুল আওয়াল, সুমন রাজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, প্রশিক্ষনার্থীরা ও সাংবাদিকরা এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঞ্চলনায় ছিলেন জেন্ডার প্রমোটার শফিকুল ইসলাম, আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় দূর্গাপুর, রাজশাহী।