ঢাকাবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩

খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়,
মার্চ ৯, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!
                       

খানসামা প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সম্প্রতি বিদ্যূতায়িত হয়ে নিহত পল্লী বিদ্যুৎ-এর লাইনম্যান হাফিজুর রহমান স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়।

এসময় ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ ও ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন,এসিল্যান্ড মারুফ হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।।