ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩

খানসামায় দুইদিন ব্যাপী জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন

উজ্জ্বল রায়
মার্চ ১০, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

খানসামা প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলায় স্মার্ট বাংলাদেশের প্রত্যয়,দুর্যোগ প্রস্তুতি সবসময় প্রতিপাদ্যে দুইদিন ব্যাপী জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতায় উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।এর আগের দিন বৃহস্পতিবার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নি কান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।এসময় মহড়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন নিজে অংশ গ্রহন করে দেখিয়ে দেন আগুন লাগলে সেই আগুন নেভাতে তৎক্ষনাৎ কি করনীয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও রাশিদা আক্তার,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,পিআইও এনামুল হাসান,উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য বৃন্দ এবং শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ