
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০৯ মার্চ সকালে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উক্ত ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন, জুনিয়র ইন্সট্রাকটর মোশাররফ হোসাইন,জনাব আব্দুল গফুর (বিজ্ঞান) সহকারী শিক্ষক ভাষা জনাব সিরাজুল ইসলাম,সহকারী শিক্ষক ভাষা জনাব সাইকা,এসিস্ট্যান্ট ইন্সট্রাকটর জনাব হেলাল উদ্দিন,এসিস্ট্যান্ট ইন্সট্রাকটর জনাব মেরিনা আক্তার, এসিস্ট্যান্ট ইন্সট্রাকটর জনাব সেলিনা আক্তার, হিসাব সহকারী জনাব সাইফুননাহার,জনাব আব্দুল কাদের (মেকানিক্স),টেকনিক্যাল এ্যাসিস্ট্যান্ট জনাব সরোয়ার হোসেন আকন্দ,টেকনিক্যাল এ্যাসিস্ট্যান্ট জনাব মোবারক আকন্দ নাভিদ,ল্যাব এ্যাসিস্ট্যান্ট জনাব ওয়ারেছুল ইসলাম, অফিস সহায়ক জাহিদুর রহমান আকন্দ, সাংবাদিক ইয়াছির আরাফাত প্রমূখ।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের ২০০মিটার দৌড়, ৪০০মিটার দৌড়, লং জাম্প, বস্তা দৌড়, মোরগ লড়াই এবং ছাত্রীদের দড়ি খেলা,মার্বেল দৌড়, বালিশ খেলা,সুঁই সুতা, ১০০মিটার দৌড়।