ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩

নওগাঁ ছোট শিবপুর গ্রামে পুকুর খননের সময় ১৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

Siam Hossen
মার্চ ১০, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় পুকুর খননের সময় একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ছোট শিবপুর গ্রাম থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
বিষ্ণুমূর্তিটির ওজন ১৫ কেজি ৫০০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।
জানা যায়, ধামইরহাট উপজেলার ছোট শিবপুর গ্রামে আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি পুকুর খনন করছিলেন। খননকালে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি পাওয়া যায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে। বর্তমানে মূর্তিটি পুলিশ হেফাজতে আছে।
এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর মূর্তিটি উদ্ধার করে নিয়ে এসে আদালতকে অবহিত করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উজ্জ্বল কুমার সরকার ফোন০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ৯/৩/২৩
নওগাঁ।