
রবিউল ইসলাম জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের দক্ষিণ মহিরাম কুলের মরর্গাঙ্গী বিল থেকে নাজমুল ১৫ নামের এক যুবকের মরা দেহ উদ্ধার করেছে পুলিশ, নাজমুলের পরিবার ও স্বজনদের কাছে জানাজা, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে রিজার্ভ ভাড়া নিয়ে যাবে বলে জানিয়েছে বাবা-মাকে, রাতে যখন নাজমুল অটো নিয়ে বাড়িতে না ফিরে তখন খোঁজাখুঁজি শুরু করে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি নাজমুলকে, সকাল বেলা বিভিন্ন লোকজনের খবরা খবরে জানতে পায় নাজমুলের বাবা পরিবার ও স্বজনরা ঘুষের পাড়া ইউনিয়নের বাগবাড়ি হাই স্কুলের সামনে সুরুজ্জামানের পুকুরে অটো বাইকটি পড়ে থাকে ব্যাটারি বিহীন, তাৎক্ষণিক নাজমুলের বাবা বাগ বাড়িতে এসে সুরুজ্জামানের পুকুর পাড়ে দেখা অটো বাইক পড়ে আছে শনাক্ত করলেন অটো বাইকটি নাজমুলের, কিন্তু নাজমুল কোথায় নাজমুল কে পাচ্ছিনা, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, কিছুক্ষণ পরেই খবর পায় গাঙ্গিনা বিলে পানার নিচে লাশ পড়ে আছে, এ বিষয়ে মেলান্দহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন কে জানানো হলে তাৎক্ষণিক এসআই প্রভাষ সহ সহ-সঙ্গী ফোর্স হাফিজুর ইসলামকে তদন্ত করার জন্য পাঠিয়ে দেন তারা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে অটো উদ্ধার করে ,এদিকে ঘটনাস্থলে অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন উপস্থিত হন, একটু পরেই খবর পাওয়া যায় মর গান্ধী বিলে পানার নিচে, তাৎক্ষণিক সেখানে পুলিশ গিয়ে অটো চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যান, এদিকে তাৎক্ষণিক পুলিশ গ্রেপ্তার করেছেন আমিনুল ইসলাম (৩০ )কে সহযোগী আসামি শনাক্ত, গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম উপজেলার ঘুষের পাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে, বাকি আসামী গ্রেপ্তার অব্যাহত আছে, বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ দেলোয়ার হোসেন।