ঢাকারবিবার , ১২ মার্চ ২০২৩

নওগাঁয় কিস্তির টাকা পরিশোধে ব্যর্থহয়ে সুমন হোসেন নামে এক জন কিশোর আত্মাহত্যা

উজ্জ্বল কুমার সরকার
মার্চ ১২, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সুমন হোসেন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমন হোসেন দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাবুল হোসেন সরদারের ছেলে। মায়ের বিবাহ বিচ্ছেদের পর তারা দু’ভাই নানী সাহেরা বিবির কাছে প্রতিপালিত হয়ে আসছিল। সুমন পেশায় নির্মাণ শ্রমিক ছিল। নানীর বসতভিটায় ইটের বাড়ি নির্মাণ করতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে।
সুমন হোসেনের মা সেলিনা বিবি জানান, ‘প্রায় ১০ বছর আগে প্রথম স্বামী বাবুল সরদারের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর দুটি ছেলে সন্তান নিয়ে আমি মায়ের বাড়িতে বসবাস করছিলাম। পরবর্তীতে আমার দ্বিতীয় বিয়ে হয়। সেই থেকে মা সাহেরা বিবি আমার দু’সন্তানকে লালন-পালন করছিলেন।’ তিনি আরও বলেন, ‘মায়ের বসতভিটার মাটির বাড়ি ভেঙে সেখানে ইটের বাড়ি নির্মাণ করছিল ছেলে সুমন হোসেন ও সেলিম হোসেন। এ কাজ করতে গিয়ে সুমন ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণের কিস্তির টাকার চাপে সে আত্মহত্যা করে থাকতে পারে।’ মৃত সুমনের নানী সাহেরা বিবি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে কাজ শেষে সুমন বাড়ি আসে। এ সময় তাকে রাতের খাবারের কথা বললে পরে খাব জানিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে নির্মাণাধীন বাড়িতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়