ঢাকারবিবার , ১২ মার্চ ২০২৩

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

সাইমন হোসেন,
মার্চ ১২, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!
                       

সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ – রাজনীতির বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে শান্তি সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগ। অপরদিকে চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎ, সার, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আটককৃত নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামীলীগ তাদের শান্তি সমাবেশ ও সকাল ১১ টার দিকে পাশাপাশি জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি তাদের মানববন্ধন কর্মসূচি পালন করে।

আওয়ামীলীগের শান্তি সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা.সাদেক কুরাইশী,সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড আ.স.ম গোলাম ফারুক রুবেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো,যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু সহ জেলা-উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা অংশ নেয়। বক্তরা বলেন, দেশ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের কোন ষড়যন্ত্র দেশের উন্নয়ন কে থামাতে পারবে না। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পাড়া-মহল্লায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তরা।

অপরদিকে বিএনপির আয়োজনে মানববন্ধনে জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক, ডা.আসাদুজ্জামান রিপন। এছাড়াও অন্যান্যের মত বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, কোষাধক্ষ শরীফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ডা.টি এম মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস সহ জেলা- উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দল, কৃষকদল, তাঁতীদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ জেলা উপজেলা সর্ব স্থরের নেতাকর্মীরা অংশ নেয়। বক্তারা বলেন, আওয়ামীলীগ এখন শান্তি বাহিনীতে পরিণত হয়েছে। যেখানে দেশের মানুষ ভালো নেই, শান্তিতে নেই, দ্রব মূল্যের লাগামহীন দাম। কৃষকেরা ঠিক মত সার পায় না ডিজেলের দাম বাড়তি। এসব নিয়ে তাদের কোন চিন্তা নেই তারা লুটের রাজনীতিতে ব্যস্ত বিদেশে টাকা পাচার করছে। এসময় ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের বিভিন্ন সমালোচনা করে বেগম খালেদা জিয়ার সহ আটকৃত সকল নেতাকর্মীদের মুক্তি ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।