
মোঃ আজিজুর বিশ্বাস,বিশেষ প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বার্ষিক সাইক্লিং প্রতিযোগীতা ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। ১১মার্চ (শনিবার) বিকাল ৩ টায় উপজেলার শেখ রাশেল মিনি স্টেডিয়ামে (মোল্যার মাঠ) এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সাইক্লিং এ ৭ জন নারী ও ৫ জন পুরুষ অংশগ্রহণ করে।জেলা ক্রীড়া সংস্থার সাইক্লিং পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও লোহাগড়া মোঃ আজগর আলী, এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, শিক্ষক এসএম হায়াতুজ্জামান, শিক্ষক দিলীপ, সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উক্ত দুই দিনব্যাপী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।