ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩

লালপুরে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ শরিফুল ইসলাম
মার্চ ১৪, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!
                       

মোঃ শরিফুল ইসলাম- লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার নওসারা সুলতানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (৮৯) আর নেই। তিনি রোববার দুপুর ২ টাই তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (১৩ মার্চ সকাল ১১ টার সময় মাহারাপুর কেন্দ্রীয় গোরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মাহারাপুর গোরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মৃত্যুকালে তিনি ছেলে০৩ এবং ০৪মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন নাটোর পুলিশের একটি চৌকস দল।