ঢাকাশনিবার , ৩ ডিসেম্বর ২০২২

তাহেরপুর ডিগ্রী কলেজে নবাগত অধ্যক্ষ যোগদানে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

দৈনিক প্রথম বাংলাদেশ
ডিসেম্বর ৩, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

ফায়সাল মাহমুদঃ
আজ ৩রা ডিসেম্বর রোজ শনিবার, রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর ডিগ্রী কলেজে নবাগত অধ্যক্ষ এস.এম জিয়াউদ্দীন টিপুর যোগদান উপলক্ষে কলেজ চত্বরে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত অধ্যক্ষ এস.এম জিয়াউদ্দিন টিপু অত্র কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাফরুল্লার ভাতিজা। তাহেরপুর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মাহাবুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় ও তাহেরপুর ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর রঞ্জন কুমার বর্মন,সাবেক অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন, হাট হাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ
মাহাবুর রহমান বাবুল, বাগমারা মুক্তিযুদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল জব্বার,সলুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহুল আমিন, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর আলম রাবু, তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান,শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, উপাধক্ষ মোঃ মোবারক আলী, প্রভাষক সোহেল রানা, প্রভাষক মাসুদ রানা, প্রভাষক এবাদুল হক শাহানা,প্রভাষক আসাদুল্লাহ আল গালিব, প্রভাষক আব্দুল মাজেদ,জিবির সদস্য। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ।