
স্টাফ রিপোর্টার যশোর: র্যাব-৬ যশোরের অভিযানে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে মণিরামপুরের জামজামি এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের মূল হোতা সবুজ হাসানকে (৩০) আটক করা হয়। তার দেওয়া তথ্যে তার সহযোগী আশিক হোসেনকে (৩০) আটক করে র্যাব। এ সময় তার হেফাজত থেকে চোরাই একটি ইজিবাইক উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামি শামীম শাহাজীকে (৩৫) আটক করা হয়। শামীমের হেফাজত থেকে আরও একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, চোর চক্রটি যশোর জেলা ও আশপাশ এলাকায় ইজিবাইক চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছিল। এ কারণে ইজিবাইক চোর চক্রের সদস্যদের আটক ও ইজিবাইক উদ্ধারে র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। অভিযান অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত আলামত ও আটককৃদের মণিরামপুর থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করা হয়েছে।