
নুর ইসলাম জনি, মহাস্থান বগুড়া থেকেঃ
বুধবার (১৫ মার্চ) দিনব্যাপী, বগুড়া সদরের লাহিড়িপাড়া ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মাহমুদ আলম পাইকাড়ের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাফিজুর রহমানের আমন্ত্রনে, প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু,বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা যুবলীগ সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু। আমন্ত্রিত অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল খায়ের, তারাপদ চাকী, ব্রজেন্দ্র দেবনাথ, তোফাজ্জল হোসেন, মাওলানা আ.ন.ম.আব্দুল করিম, কাজী নুরুইল হাফেজিয়া মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ , সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আঞ্জুয়ারা বেগম, ইউপি সদস্য জহুরুল ইসলাম, পলাশ প্রামানিক, জাহেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী শিক্ষক বেনজির রহমান, আব্দুর রাজ্জাক, সাইফুন্নাহার, শামিম আলী, শাহানা খানম, শামিমা সুলতানা, আকরাম হোসেন, রায়হান আলী, মোস্তাফিজার রহমান, আব্দুর রহমান, দিলরুবা আক্তার, ইমরান হোসেন, আব্দুল মতিন সহ ম্যানেজিং কমিটির সদস্য এনামুল কবির লেবু, আব্দুর রাজ্জাক, রঞ্জু হোসেন, জাকিরুল ইসলাম, শাপলা বেগম, সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।