ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩

শেরপুরে ফ্লাইওভার নির্মাণ ও রাস্তা পারাপারের ব্যবস্থা গ্রহণের দাবি নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির

মাসুম বিল্লাহ,
মার্চ ১৬, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়াঃ
বগুড়ার শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির এক সভা বুধবার ১৫ ই মার্চ বিকেলে শহরের শান্তিনগরে সাইফুল বারী কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার বসাক, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, কোষাধ্যক্ষ শাহ জামাল কামাল, নির্বাহী সদস্য মোঃ আব্দুল হালিম খোকন, প্রভাষক নাহিদ আল মালেক, কামরুল হাসান ফারুক প্রমুখ।
সভায় হাটিকুমরুল রংপুর মহাসড়কের শেরপুর পৌর শহর এলাকায় নির্মাণাধীন ফোরলেন মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত গ্রহণের পরও ফ্লাইওভার নির্মাণ না করে রাস্তার নির্মাণ কাজ করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং পূর্বের সিদ্ধান্ত মোতাবেক শেরপুর পৌর শহরের ধুনটমোড় থেকে মডেল মসজিদ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ এবং জনবহুল বাসট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সুব্যবস্থা গ্রহণের জন্য সভায় জোর দাবি জানানো হয় অন্যথায় শেরপুরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য ইতিপূর্বে শেরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পৌর মেয়র, সাসেক,সওজ এর উর্ধতন কর্মকর্তা ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সাথে এক মতবিনিময় সভায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয় এবং বাসস্ট্যান্ড এলাকায় ফোরলেন রাস্তা পারাপারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।