
বগুড়া জেলা প্রতিনিধিঃ
গতকাল (১৬ মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া খোলারঘর নামক স্থানে সড়ক দূঘটনায় ১জন নিহত।
স্থানীয়রা জানান, রংপুর থেকে ঢাকাগামী একটি আলু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-০৫৯৫) বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া খোলারঘর নামক স্থানে সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের্^ একটি রিস্ক্রার উপর উল্টে যায়। এসময় আলুর চাপায় রিস্ক্রা চালক ঘটনা স্থলেই নিহত হয়। এসময় ট্রাকের ড্রাইভার ও হেপার পালাতক ছিল। স্থানীয়রা আরও বলেন, শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের গোরনা গ্রামের আসর আলীর ছেলে রিস্ক্রা চালক নিহত মোকাররম হোসেন (২৫), ঘটনা স্থলে খালি রিস্ক্রা থামিয়ে দোকান থেকে খাবার কিনে নিয়ে মহাসড়কের পাশের্^ রিস্ক্রার উপর বসে থেকে খাচ্ছিলেন, এমন সময় আলু বোঝাই ট্রাক তার উপর উল্টে পড়ে এবং ঘটনা স্থলেই সে মারা যায়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ও র্ফায়ার সার্ভিস মহাসড়কের জানজট নিরসন করে এবং দূর্ঘটনা কবলিত ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে ফেলে। নিহত মোকাররম হোসেন (২৫)এর লাশ তার আত্নীয়রা বাড়িতে নিয়ে যায়।