ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩

দাকোপে আবুল হোসেন মাধ্যমিক বিদ্যালয় ও মাসুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্বপন কুমার রায়
মার্চ ১৭, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!
                       

  স্বপন কুমার রায়-খুলনা জেলাপ্রতিনিধিঃ

খুলনার দাকোপে ঐতিহ্যবাহী আবুল হোসেন মাধ্যমিক বিদ্যালয় ও মাসুম সরকারী প্রাথমিক বিদ্যালয় এ যৌথ্য ভাবে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল এর দিকে বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি, ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাব এ উপস্হিত থেকে বক্তৃিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন,চালনা পৌর আওয়ামীলীগ এর সভাপতি শফিকুল ইসলাম আক্কেল,,উপজেলা আওয়ামীলীগ নেতা আজগর হোসেন ছাব্বির, পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী, প্রধান শিক্ষক চিন্ময় বিশ্বাস, বিদ্যালয় এর পরিচালনা পরিষদ এর সদস্য রাসেল রকিবুল ইসলাম, শিক্ষক নাজনীন আক্তার, সরস্বতী মন্ডল, মৃনাল রায়, শফিকুল ইসলাম, তুষার কান্তি মহালদার,আমিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক দেবাশীষ ঢালী।