ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩

নানা আয়োজনে খানসামায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

উজ্জ্বল রায়,
মার্চ ১৭, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!
                       

খানসামা প্রতিনিধিঃ

দিনব্যাপী নানা আয়োজনে খানসামা উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালন করা হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ,থানা পুলিশ,মুক্তিযোদ্ধা কমান্ড,ফায়ার সার্ভিস স্টেশন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।এরপর দোয়া শেষে উপজেলা প্রশাসনের ব্যানারে বিশাল র্যালী সহকারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া করেন তারা।অপরদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পার্ঘ্য অর্পণ,কেক কাটা ও আলোচনা সভা করেন উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে কেক কাটা,আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও রাশিদা আক্তার,এসিল্যান্ড মারুফ হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,ওসি চিত্তরঞ্জন রায়,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
অপরদিকে পাকেরহাট সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজ ও স্কুলে দিবসটি উদযাপন করা হয়।