
লালপুর (নাটোর) প্রতিনিধি”
নাটোর লালপুরে ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলাউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদস্য, শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য লেঃ কর্ণেল ( অবঃ) রমজান আলী রসকার।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক বসির উদ্দিন, ভেল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,ইউপি সদস্য শাহাদত হোসেন শাদু, সদস্য রোজিনা খাতুন, মমজেদ আলী প্রমূখ। এ সময়ে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ শরিফুল ইসলাম
লালপুর (নাটোর) প্রতিনিধি
তারিখ ১৬-০৩-২০২৩