ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩

কালিয়াকৈরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মো. ইলিয়াস চৌধুরী
মার্চ ১৭, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!
                       

কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ২৭নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী এই অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৩নং বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালী নরেন্দ্র নারায়ণ হাই স্কুল এন্ড কলেজের সভাপতি হাজী আতাউর রহমান আকাশ, অত্র কলেজের আজীবন দাতা সদস্য মোনায়েম খাঁন, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজীবন জমি দাতা সদস্য আয়ুব আলী খাঁন, দেলোয়ার খাঁন, মিজানুর রহমান খাঁন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, সহকারী শিক্ষক তাহমিনা সুলতানা, অভিভাবক সদস্য জুয়েল মাস্টার, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক মীর সোহেল মিয়া, সাংবাদিক নাহিদ, ইউপি সদস্য মজনু মণ্ডল, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আজম আলী খাঁন, জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সমুন খাঁন, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মীর সানোয়ার হোসেন, বোয়ালী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মৃধা এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।