
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আদিবাসী ছাত্র সংসদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার(১৫ই মার্চ ) আদিবাসী ছাত্র সংসদের সাবেক সভাপতি রবিন চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইতু চাকমাকে সভাপতি এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উশৈহ্লা মারমা কে সাধারণ সম্পাদক করা হয়েছ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুইচিংনু মারমা, সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল সিংহ, অর্থ সম্পাদক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়েস চাকমা এবং দপ্তর সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমেজ চাকমা।
২৯ জন কার্যনির্বাহী সদস্য ও ২ জন উপদেষ্টা মন্ডলী বিশিষ্ট এ কমিটি আগামি এক বছর পর্যন্ত বহাল থাকবে। বিদায়ী সভাপতি রবিন চাকমা বলেন, ‘নতুন কমিটিতে দ্বায়িত্বপ্রাপ্ত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা রাখি নতুন কমিটির মাধ্যমে আদিবাসী ছাত্র সংসদ আরও উন্নতি ও সুপরিচিতি লাভ করবে এবং সকলে সংগঠনের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে। পরিশেষে নতুন কমিটির প্রতি শুভ কামনা রইল।’ বর্তমান কমিটির সভাপতি ইতু চাকমা বলেন, ‘এই নতুন কমিটি আদিবাসী ছাত্র সংসদের উন্নতির লক্ষ্যে সর্বদা কাজ করবে। আশা করি এই কমিটির মাধ্যমে আদিবাসী ছাত্র সংসদ আরও এগিয়ে যাবে।’