বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের-বিএমএসএফ প্রতিষ্ঠাতাও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে হত্যার হুমকির ঘটনায় পল্টন থানায় জিডি করা হয়েছে। শনিবার ৩ নভেম্বর বিকেলে পল্টন থানা তিনি লিখিত অভিযোগ করলে পুলিশ অনুসন্ধানের জন্য জিডিভুক্ত (নং ১৭০) করেন।
অভিযোগে উল্লেখ করেন, গত ৩০ নভেম্বর বিকাল ৪ টা ১৮ মিনিটে মালেক মনি নামে এক ব্যক্তি তাকে ০১৯৩৯ ২৩ ৬৮৯ ৯ নাম্বার ফোন দিয়ে গালাগাল করে হত্যা করে টুকরো টুকরো করবে বলেও হুমকি দেন । ঐ নাম্বার থেকে ৪৮ সেকেন্ড তার সাথে কথোপকথন হয়। এর কিছুক্ষণ আগে মালেক মনি তার নিজের ব্যবহৃত আরেকটি নাম্বার থেকে দুই দফায় গালাগাল এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এদিকে আহমেদ আবু জাফরকে হুমকির ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তার প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।