ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩

দূর্গাপুরে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ১০৩ তম জন্মবার্ষিকী পালন

নাহিদ ইসলাম
মার্চ ১৮, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!
                       

নাহিদ ইসলাম রাজশাহীঃ
১৭ই মার্চ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মা ও শিশু বিষয়ক অধিদপ্তর আওতাধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের দূর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় যথাযথ মর্যাদায় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়। দুর্গাপুরের সকল ইউনিয়ন ও পৌরসভায় আওতায় প্রতিটি ক্লাবের কেক কেটে এবং বিভিন্ন আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী সদস্যদের পুরস্কৃত করা হয় । দূর্গাপুর পৌরসভার সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাবে প্রধান অতিথি হিসেবে সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম শিশু-কিশোরদের মাঝে বক্তব্য রাখেন। তিনি আলোচনার মাঝে বলেন
‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা!’
স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই হোক আমাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন সংগীত শিক্ষক রাশিদুর রহমান আবৃত্তি শিক্ষক সখিনা খাতুন ও বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুর রহমান এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেন্ডার প্রোমোটার জনাব শফিকুল ইসলাম।