
মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ শুক্রবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুব সংহতির কমিটিগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক আলহাজ্ব আব্দুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কমিটি ঘোষণা করেন ও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি ফজলুল বারী।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছানাউল হক ছানা।
বক্তাগণ বলেন শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ বিগত বছরে শিবগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল জায়গায় ব্যাপক উন্নয়ন সাধন করেছেন এবং অফিস আদালতকে দূর্নীতি মুক্ত করার চেষ্টা করেছেন। আগামীতেও নির্বাচিত হলে যে সকল কাজ বাকী রয়েছে তা সমাপ্ত করার চেষ্টা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোকারম হোসেন খোকন, মহাস্থান মর্নিংসান কেজি স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, জেলা যুবসংহতির সদস্য দেলোয়ার হোসেন, আবু হোসেন, রাহেল বাকী,হোসেন আলী,শিবলু, রিদয় হোসেন,রানু সহ এলাকাবাসী। তাজুল ইসলামকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক কনে ৩১ সদস্য বিশিষ্ট ৫নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।