
উজ্জ্বল কুমার সরকার- নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মর্ণিং সান কে.জি স্কুলে ২ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০ টায় মর্ণিং সান কে.জি স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেক কেটে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
এসময় মর্ণিং সান কে.জি স্কুলের অধ্যক্ষ রানী মুখার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও আদমদিঘী রহিম উদ্দীন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোকছেদুর রহমান বাপ্পী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মর্ণিং সান কে.জি স্কুলের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান, শিল্পী খানম, আকতারুন্নেছা এবং মর্জিনা খানম প্রমূখ। শেষে সকল শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।