ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩

শিবগঞ্জ রায়নগরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নুর ইসরাম জনি
মার্চ ১৯, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!
                       

নুর ইসরাম জনি,বগুড়া মহাস্থান থেকেঃ

শুক্রবার বিকালে বগুড়া শিবগঞ্জ রায়নগরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সফল সভাপতি মীর শাহে আলমের মুক্তির দাবীতে রাযনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাংগঠনিক ও প্রতিবাদ সভা মহাস্থানে অনুষ্ঠিত হয়।
রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামের পরিচালনায় উক্ত সাংগঠনিক ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক সফল কাউন্সিলর এস এম তাজুল ইসলাম।এসময় তিনি বলেন সময় আর বেশি দূরে নয়, সকল অন্যায় অবিচার বিচারের মাধ্যমে এ ফেসিস সরকারের বিচার হবে এবং জনগনের সমর্থন নিয়ে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। কোন ভয় নেই, সাংগঠনিক কাজের মাধ্যমে জনগনকে সঙ্গে নিয়ে আগামী দিনে কাজ করতে হবে। বর্তমান সরকারের অবিচার, অন্যায়,দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কথা সাধারন জনগনকে বুঝাতে হবে এবং আগামী দিনে আনন্দলনের জন্য প্রস্তুতি নিতে হবে। অনতি বিলম্বে বেগম খালেদা জিয়া ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে মুক্তি না দিলে আগামী দিনে সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে শান্তি পূর্ণ আনন্দলোন গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন, আছালতজ্জামান,বাবলু মিয়া,আঃ রাজ্জাক,মিল্টন,সোহেল রানা, মাসুম,আসলাম,বাইজিদ,মুক্তার,লিটন,আনিছার রহমান,সনি,মকবুল হোসেন, ফুলমিয়া,রাফিুল ইসলাম,ইমরান,শহিদুল ইসলাম,জিয়াউল আলম সরকার,খোকন,রাজু,শাহিনুর,রাকিব,সামিউল,রাজা মিয়া প্রমুখ।