ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩

জলঢাকায় তাঁতী লীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশিয়ার রহমান
মার্চ ১৯, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!
                       

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জলঢাকায় তাঁতী লীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা আ, লীগ অফিসে আলোচনা সভায় তাঁতীলীগের সভাপতি হাসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আ,লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, আ,লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম, সহ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, পৌর আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমূখ তাঁতীলীগের আইন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান শামীম। এর আগে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। পরে কেক কেটে এর সমাপ্তি করা হয়।