ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩

গংগাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

আলী ইনহাম লিখন
মার্চ ২০, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

আলী ইনহাম লিখন – গংগাচড়া( রংপুর)প্রতিনিধি

১৮ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকা হইতে অর্ধদিন ব্যাপি স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করেন স্কুল কতৃপক্ষ। রংপুর জেলার গংগাচড়া উপজেলাধীন বড়বিল ইউনিয়নের (বালাপাড়া) নামক গ্রামের মনোরম পরিবেশে এই স্কুলটি অবস্থিত। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ সুশৃংখল করা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আরও উন্নতিকরন, অভিভাবকদের সুচিন্তিত মতামত গ্রহন,ও মাসিক মুল্যায়ন পরিক্ষায় ভালো ফলাফল অর্জনকৃত ছাত্রছাত্রীদের উৎসাহিত করার নিমিত্তে পুরস্কৃত করা, বিবিধ বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা করা সহ ও এক মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কতৃপক্ষ।

সকাল ১০ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এ আয়োজনের সুচনা করা হয়। পরবর্তী সময়ে জাতীয় পতাকার প্রতি সন্মান প্রদর্শন পুর্বক এক মিনিট নিরবতা পালন করে উপস্থিত সকলে আলোচনা মঞ্চে আসন গ্রহন করেন। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন অসখ্য অভিভাবক, সর্বস্তরের গুনিজন, গন্যমান্য ব্যাক্তিবর্গ,উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা মঞ্চে সভাপতির আসন গ্রহন করেন, মোঃ মজিবুল হক সরকার।
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ বড়বিল ইউনিয়ন ২নং ওয়ার্ড। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ ইয়াহিয়া সরকার ( জুয়েল) সিনিয়র শিক্ষক, বড়বিল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়। জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোছাঃ আখি মনি ও জান্নাতুল আদনাইন কেমি এর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন শরীফ থেকে তেলওয়াত নিয়ে আসেন অত্র বিদ্যালয়ের আরবী শিক্ষক ও বড়বিল (মন্থনা) বাজার জামে মসজিদ এর প্রেস ইমাম মোঃ সুরুজ মিয়া। শুরু হয় কথা উপস্থাপনের পালা। শুভ সুচনা বক্তব্য রাখেন, মোঃ আলী ঈমাম সরকার (লিমু) সভাপতি, কুড়িবিশ্বা সরকারী প্রাথমিক বিদ্যালয়। বক্তব্য রাখেন, মোঃ মোস্তাক আহম্মেদ। স্বত্বাধিকারী, ইখতিয়ার মেডিসিন কর্নার। বড়বিল মন্থনা বাজার। মাসুদার রহমান ( অপু) সাধারণ সম্পাদক, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, রংপুর বিভাগ। এম এ জামান ( বাদশা) বিশিষ্ট ব্যাবসায়ী বড়বিল মন্থনা বাজার গংগাচড়া রংপুর। মাসুফ রহমান। ফায়ার সার্ভিস বাংলাদেশ । মোছাঃ খালেদা বেগম। সহকারী শিক্ষক, মনিরাম দ্বি মুখী উচ্চ বিদ্যালয়। মোঃ শাহিনুর রহমান। সাবেক ইউপি সদস্য, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ।
ও আরও অনেক অভিভাবকবৃন্দ।

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলের প্রতিষ্টাতা পরিচালক জনাব ওজায়ের হোসেন তার মুল্যবান আলোচনায় বলেন অভিভাবকদের সুচিনিন্তিত মতামত কে পুজি করে আমি তাদের দিক নির্দেশনা অনুযায়ী স্কুলটিকে আরও অগ্রগতি পথে নিয়ে যাওয়ার জন্য মন প্রান দিয়ে নিরলস পরিশ্রম করে যাবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে সবার সর্বাত্মক সহযোগিতা আমার কাম্য পরিশেষে সভাপতি সাহেব মুল্যবান বক্তব্যসহ স্কুলের সার্বিক উন্নয়ন কামনা ও সবাবেশে উপস্থিত সকলের সুসাস্থ্য ও দির্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করেন।