ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩

নড়াইলে বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভবনা ও চ্যালঞ্জ বিষয়ক মতবিনিময় সভা

মোঃ আজিজুর বিশ্বাস
মার্চ ২০, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার।

‘নড়াইলে বিশ্ববিদ্যলয় স্থাপনের সম্ভাবনা ও চ্যালঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের মাল্টিপারপাস হলে রবিবার দূপুরে অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া। নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ শাহানারা বেগম, সরকারি ভিক্টারিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।

নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা নিয়ে ধারণাপত্র পাঠ করেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া। তিনি জানান, মুজিব-ইন্দ্রা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয় ইতিমধ্যে ভারত-বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফলপ্রসু আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নড়াইলে মুজিব-ইন্দ্রা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশের শিক্ষা খাত আরো একধাপ এগিয়ে যাবে।