ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩

ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরামের সভা ইংল্যান্ডে অনুষ্ঠিত

জাকির হোসেন সুমন,
মার্চ ২২, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

জাকির হোসেন সুমন, ব্যাুরো চিফ ইউরোপ :

Political Enforced Disappearances by Sheikh Hasina:52 Years of Independent Bangladesh শীর্ষক সেমিনার , আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরাম। ২০ মার্চ সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপল একটি রেস্টুরেন্টের হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয় ।

উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম রিবলু বলেন, গুমের মত অমানবিক ও ভয়াবহ একটি কর্মকাণ্ড কোনভাবেই মেনে নেয়া যায়না। এই অপরাধে রাষ্ট্র প্রধানের শতভাগ ব্যর্থতা উল্লেখ করে অনতিবিলম্বে প্রতিটি গুম হওয়া মানুষকে ফিরিয়ে দেয়ার আহবান জানান তিনি। সংগঠনের সভাপতি নুরে আলম সোহেল এর সভাপতিত্বে, মোঃ শরীফ রানা ও মোহাম্মদ এবাদুর রহমান রাজনের যৌথ পরিচালনায় সেমিনারে সংগঠনের সহ সভাপতি মোঃ জাকির হোসেন বলেন বাংলাদেশে রেপিট একসন ব্যটালিয়ান র্যাব, পুলিশ কর্তৃক গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সরকারবিরোধীদের গনগ্রেপ্তার বন্ধে এবং বাংলাদেশের মানুষের ভোটেরঅধিকার ও গনতন্ত্র ফিরে পেতে জাতিসংঘ সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ সমূহের হস্তক্ষেপ কামনা করেন। সেমিনারে প্রধান বক্তা কাজী তাজ উদ্দিন আহমেদ আকমল বলেন গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হওয়ার কারণে বাংলাদেশে মানবাধিকার আইনের শাসন ও গণতন্ত্র আজ কঠিন সংকটের মুখোমুখি। সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার কর্মী -মোহাম্মদ শাহজাহান, কামরান হাসান রাজীব, আব্দুল গাফফার শাহীন, রিমন আহমদ, আব্দুল কাদির জিলানী, মিজানুর মিয়া, মোঃ জুনাইদ বোগদাদী।

বক্তারা আরো বলেন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংবাদ মাধ্যমের তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশে গুম ও খুনের এক ভয়াবহ চিত্র লক্ষণীয়। এছাড়াও মানুষের বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীন পুরোপুরি হরণ করা হয়েছে। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হক তুষার, , মইনূল ইসলাম, ওবায়দুর রহমান খান, মোঃ নজরুল ইসলাম, এহেসানুল আম্বিয়া শুবন, ফরহাদ আহমেদ রাজিদ, মোঃ আবুল খয়ের, কামাল আহমেদ, রুহুল ইসলাম, নুরুস সাদিক, মোঃ কামরুল হাসান রাকিব, মোঃ বদরুল ইসলাম, জিয়াউল হক, শাহেদ আহমেদ চৌধরী, মোহিন আহমেদ, ইয়াসিন আলী নয়ন, তারেক আবেদীন, মোঃ মামুন, মোঃ নাজমুল, মোঃ সেলিম প্রমুখ ।