ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩

বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

দৈনিক প্রথম বাংলাদেশ
মার্চ ২৩, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!
                       

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, থানা অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন ডা.সাহাবুর আলম সুমন, ডা.ফয়সাল, ফারুক, ডা.রাবেয়া খাতুন, ডা.ফিরোজা বানু শিরিন, ডা. শারমিন মারিয়া.ডা. হুরে জান্নাত, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শিবলী প্রমুখ।  প্রসঙ্গতঃ দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্য যক্ষ্মা রোগীদের সেবা দেওয়া হয়।