ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২

জলঢাকায় প্রয়াত বিশিষ্ট লেখক ও সাংবাদিক শহীদ ফজলুল হক মনি’র ৮৪তম জ্বন্মদিন পালিত

Siam Hossen
ডিসেম্বর ৫, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

   
                       

নীলফামারী প্রতিবেদক-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিনবদলের সংগ্রামের সহযাত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বুজিব বাহিনীর শ্রষ্ঠা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও সাংবাদিক শহীদ ফজলুল হক মনী’র ৮৪ তম জ্বন্মদিন পালন করেছে জলঢাকা পৌর শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এ উপলক্ষে পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আজম বাদশা সাবু ও মৃনাল বিশ্বাসের ব্যবস্থাপনায় এবং পৌর যুবলীগের সার্বিক আয়োজনে ৪ঠা ডিসেম্বর রবিবার সন্ধ্যায় পৌর শহরের পুরাতন গরুহাটি মাঠে পৌর যুবলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আখতারুজ্জামান বাবু। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মৎসজীবী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সোহাগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ জলঢাকা উপজেলা শাখার সভাপতি ওয়াহেদ হোসেন বাদশা। বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা এস.এম আহসাদ হাসান পরান, যুগ্ম আহাবায়ক সঞ্চয় রায় পুতুল, দেলোয়ার হোসেন, মোর্শেদ, তাইজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি বলেন, ইতিহাসের পাতায় স্বর্ন অক্ষরে লিপিবদ্ধ রয়েছে যার নাম সেই মহীয়ান ব্যক্তিটির আজ শুভ জ্বন্মবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী যুবলীগের বলিষ্ঠ সৈনিক হিসেবে জলঢাকা পৌর যুবলীগ আজ এই দলীয় কর্মসূচীটি পালন করার মাধ্যমে বাংলার বীর সৈনিক শহীদ ফজলুল হক মনীকে চির স্মরনীয় করে রাখতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে এটি সত্যিই বিরল দৃষ্টান্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিন বদলের সংগ্রামের সহযাত্রী ছিলেন শহীদ ফজলুল হক মনী। তার মৃত্যুতে শোকাভিভূত বাংলাদেশ আওয়ামী যুবলীগ।