ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২

ডিমলায় পাট বীজ চাষীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ আনোয়ার হোসেন
ডিসেম্বর ৫, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারী জেলার ডিমলা উপজেলার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর ডিমলা হলরুমে ৫ ডিসেম্বর ” সোনালী আশে সোনার দেশ, পাট পন্যে বাংলাদেশ ” প্রতিপাদ্য নিয়ে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় নাবী পাট বীজ চাষীদের প্রশিক্ষন কর্মশালা /২০২২ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আবুবক্কর সিদ্দিক, উপ- পরিচালক,কৃষি সম্প্রসারন অধিদপ্তর নীলফামারী।অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কর্মশালাটি নীলফামারী জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে গুটিকয়েকজন কৃষকের উপস্থিতিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ডিমলা সভাপতি সারোয়ার জাহান সোহাগ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সাধারন সম্পাদক হাবিবুল হাসান হাবিব, রিপোটার্স ইউনিটের সভাপতি বাদশা সেকেন্দার ভূট্টু,সাধারণ সম্পাদক বাসুদেব রায়।
উন্নত মানের পাট ও পাটবীজ উৎপাদনে পাট চাষীদের প্রশিক্ষন ও প্রনোদনা প্রদানের লক্ষ্যে সরকার পাটচাষিদের কল্যানার্থে ৫বছর মেয়াদি উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্প গ্রহন করা হয়েছে বলে জানা যায়।