ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২

নওগাঁয় দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক রিফাত দীর্ঘ ৪ মাসধরে মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছে 

উজ্জ্বল কুমার সরকার
ডিসেম্বর ৫, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

উজ্জ্বল কুমার সরকার -নওগাঁ

নওগাঁয় দীর্ঘ চার মাস ধরে মেডিকেলের বিষাদময়, ব্যাথিত নিদারুণ কষ্ট,নির্ঘুম রাত, আর জীবন- মরনের সন্ধিক্ষণ থেকে বাসায় ফিরছে রিফাত। রিফাত জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এর পত্নীতলা উপজেলা প্রতিনিধি, নজিপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য, পত্নীতলা উপজেলার পশ্চিম পাটিচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে ।
এখনো সোজা হয়ে দাঁড়ানোর শক্তি নেই শরীরে।সে কি তার আগের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? না তাকে এখন অনেকটা বাধা বিপত্তির মধ্যেই নিয়ম মেনে মেনে চলতে হবে। একটি ছোট অপারেশন করতে গিয়ে তাকে পরপর ৩ টি অপারেশন করতে হয়েছে। তার শরীর যেমন শেষ হয়েছে, তেমনি অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়েছে তাদের পরিবার। একমাত্র ছেলেকে বাঁচাতে পরিবারের যেটুকু সম্বল ছিল শেষ করেছে। এর দায় কে নিবে? কে দেবে এর সমাধান?
সে এবং তার পরিবারের অভিযোগ একটি মাত্র ভূল অপারেশনের কারণে পরে আরও ২ বার অপারেশন করতে হয়েছে। সে জানায় স্থানীয় একটি ক্লিনিকে এ্যপেন্টিস সাইড অপারেশন করান এবং যে ডাক্তার দিয়ে অপারেশন করার চুক্তি তাকে দিয়ে নাকরিয়ে অন্য ডাক্তার দিয়ে করিয়েছে। অপারেশন করাতে গিয়ে তার পায়খানার নালী কেটে ফেলে সে অবস্থায় শোলাই করে দেয়। এভাবে কদিন পর বাসায় পাঠিয়ে দেয়। বাসায় আসার পর পেটের মধ্যে বিক্রিয়াশুরু হয় পেট ফুলে যায় বিস্ফোরণ হওয়ার মতো অবস্থায় পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করে সেখানেই তাকে আরও দুটি অপারেশন করতে হয়।
নিয়ম নীতির তোয়াক্কা না করেই নামে বেনামে ক্লিনিক প্রতিনিয়তই বেড়েই চলেছে। অধিকাংশ ক্লিনিকে নিয়ম অনুযায়ী থাকেনা চিকিৎসক, ডিপ্লোমা নার্স ওটিবয়, দক্ষ জনবল, আবার কোথাও ওটি বয় দিয়েই চলে অপারেশন।দলালের দৌরাত্ম্য, সেবার নামে বাণিজ্য মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এসব ক্লিনিককে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের। রিফাত বাড়ী এসেছে শুনে গত বৃহস্পতিবার দেখতে গেলাম, তাকে দেখে চেনা যায় না কি সুন্দর সুঠাম চেহারা ছিল, আর কি হয়ে গেছে। সৃষ্টিকর্তা তোমাকে পূর্ণ সুস্থ করে দিক। সকলে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া করবেন।