ঢাকাবৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২

ডিমলায় ধান কাঁটা- মাড়াই কৃষি যন্ত্রপাতি বিতরণ

মোঃ আনোয়ার হোসেন
নভেম্বর ২৪, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ আনোয়ার হোসেন-ডিমলা, নীলফামারীঃ

নীলফামারী জেলার ডিমলা উপজেলা একটি কৃষি প্রধান এলাকা। তদুপরি এই উপজেলার ৫ টি ইউনিয়নের উপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়। বর্ষাকালে খরস্রোতা এই তিস্তা নদী ভাঙ্গনে ভয়াবহ রুপ ধারণ করে ১৫ টি গ্রামের উপর আক্রমণ করে জমিজিরাত তছনছ করে। তারপরেও বিধৌত এই তিস্তা নদী এলাকায় কৃষকের ধানের গোলা ভরে উঠে। আর এই ধানকাঁটার কোন আধুনিক কৃষি যন্ত্রপাতি না থাকায় কৃষক ধান কাঁটার মৌসুমে পড়ে বিভ্রান্তিতে। তাই কৃষি দপ্তরের সম্বনিত ব্যবস্হাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা প্রদানের জন্য কম্বাইন্ড হার্ভেষ্টার – ধান কাঁটা ও মাড়াই মেশিন বিতরণ করা হয়।
আজ ২৪ নভেম্বর দুপুরে ইতিপূর্বে তালিকাভুক্ত উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের মৃত নবীর উদ্দিনের পুত্র হারুন আর রশিদের হাতে কৃষি যন্ত্রের চাবি তুলে দেন সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, অন্যান্য কর্মকর্তা, কর্মচারী,প্রেসক্লাব ডিমলা এর সহ-সভাপতি আনোয়ার হোসেন সহ কৃষকবৃন্দ।