
মোঃ জহুরুল ইসলাম সৈকত, বিশেষ প্রতিনিধিঃ
মঙ্গলবার(৬ই ডিসেম্বর ২০২২ইং) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২২ ইং, উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কমলবতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিদায় কথাটা বলতে গেলেই বুকটা কেপে উঠে, কিন্তু এ বিদায় ভবিষ্যৎ জীবনকে গড়ার বিদায় আজ যদি এ বিদায় না নিতে আগামী পথচলা থমকে দাড়াবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ায় বিশেষ ভুমিকা রাখবে সে জন্যই এই বিদায়। আর একটা কথা বলবো তোমাদের উদেশ্য ঠিক করতে হবে এবং নিজেকে তৈরী করার জন্য যথাযর্থ শ্রম দিতে হবে তবেই তোমাদের স্বপ্ন গুলো সত্যি হবে। উপরোক্ত কথা গুলো সহকারী শিক্ষক গণিত অত্র প্রতিষ্ঠানে সভাপতি সুফী আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় যুবসংহতি বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও শিবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও জেলা জাতীয় পাটির সদস্য হুসাইন শরীফ সঞ্চয়(এমবিএ)। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোশারফ হোসেন, প্রধান শিক্ষক, শাশীমা আক্তার, সহঃ শিক্ষক জান্নাতুল নাহার, কামরুনাহার, সেহেলী খাতুন, সুরাইয়া আরবী, স্বর্ণা বেগম, জেসমিন সুলতানা, তানজিনা রশিদ, আফিয়া রাজ্জাক, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহ প্রধান আমিনুল ইসলাম, সোহেল পারভেজ, আশেয়া সিদ্দিকাসহ সকল শিক্ষক বৃন্দ। প্রধান অতিথির সফর সংঙ্গী আব্দুর রহিম, রাহেল বাকি, রাহাত ফয়সা রুনু, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।