ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২

ভাবনচুর সাইফন বাজার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের ১ম দিন।

Siam Hossen
ডিসেম্বর ৮, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

নীলফামারী প্রতিবেদক

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ভাবনচুর সাইফন বাজার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার (৭ও ৮ ডিসেম্বর) ২দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। অত্র মাদ্রাসা মাঠ সংলগ্ন হাই স্কুল মাঠে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রথম দিন, প্রধান মুফাসসীর হিসাবে কুরআন হাদিসের ওয়াজ নসিহত করেন আন্তজাতিক খ্যাতি সম্পন্ন কোরআন হাদিস ও বিজ্ঞানের আলোকে যুক্তবাদী বক্তা হযরত মাওলানা মোঃ সাহিদুল ইসলাম (সাঈদ)কলিকাতা ভারত,এম,এম,এম,বি,ডি,ই,এল,ই,ডি,সাবেক সুপারিন্টেন্ডেন্ট এন,কে,জে,এস মাদ্রাসা। বিশেষ মুফাসসীর ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোঃমিজানুর রহমান সালেহী খতিব চাপানী বাজার জামে মসজিদ ও বিভাগীয় দপ্তর সম্পাদক বাংলাদেশ মুফাসসীরিন পরিষদ রংপুর বিভাগ।ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মোঃআফতাব হোসেন শিক্ষক ডালিয়া চাপানী উচ্চ বিদ্যালয় ও সভাপতি অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওয়াহেদ বাহাদুর চেয়ারম্যান উপজেলা পরিষদ জলঢাকা।বিশেষ অতিথি ছিলেন সহিদার রহমান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড, আবদুল জলিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফোন সরকারি প্রাথমিক বিদ্যালয়,হামিদুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফন,বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভাবনচুর,মোকছেদুল মোমেনিন চাপানী,ডাঃআমিনুর রহমান চাপানী বাজার, ডাঃমোশাররফ হোসেন চাপানী বাজার, প্রমূখ। উদ্বোধন করেন মোঃরফিকুল ইসলাম প্রভাষক জলঢাকা সরকারি কলেজ, বরেন্য অতিথি ছিলেন মোশারফ হোসেন সদস্য জেলা পরিষদ নীলফামারী,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃমিজানুর রহমান চেয়ারম্যান গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ,স্বাগত বক্তা ছিলেন মোঃসাখাওয়াত হোসেন সৈকত সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর,প্রধান পৃষ্টপোষক ছিলেন মোঃআনিছুর রহমান টিপু প্রধান শিক্ষক ভাবনচুর এম,টি,এস উচ্চ বিদ্যালয়,মোঃসিদ্দিক হোসেন ব্যবসায়ী ও সমাজসেবক সাইফন বাজার।প্রধান উপদেষ্টা ছিলেন মোঃনুরুল ইসলাম প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত ভাবনচুর সাইফন সরঃপ্রাঃবিদ্যালয়।ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন এ্যাডভোকেট মোঃমমতাজুল ইসলাম জজ কোর্ট নীলফামারী। আরজগুজার মাহফিল এন্তেজামিয়া কমিটি হাফেজ আতিকুর রহমান মুহতামিম অত্র মাদ্রাসা, মোঃজাহাঙ্গীর আলম কোষাধ্যক্ষ অত্র মাদ্রাসা, মোঃআব্দুল জলিল স্বতাধিকারী মা টেইলার্স সাইফন বাজার। ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল টি পরিচালনা করেন এম,আর,আই চঞ্চল পাটোয়ারী সহকারী শিক্ষক কোয়ালিটি স্কুল চাপাী। ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের ১মদিন বাদ মাগরিব শুরু হয়ে এশার নামাজের জন্য বিরতি দিয়ে মধ্য রাত পযর্ন্ত কোরআন ও হাদিসের আলোকে বয়ান শোনেন শতশত ধর্ম প্রান মুমিন মুসলমান গন।বয়ান শেষে মোনাজাতের মধ্য দিয়ে তাফসীরুল কুরআন মাহফিল সমাপ্তি হয়।