ঢাকাশুক্রবার , ৫ মে ২০২৩

খুলনার দাকোপে সংবাদ সম্লেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্লেলন

স্বপন কুমার রায়
মে ৫, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

স্বপন কুমার রায় খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দাকোপে সহোদর ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্লেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্লেলন অনুষ্ঠিত হয়েছে।৪ মে বৃহস্পতিবার সকাল ১১ টারদিকে দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্লেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন চালনা পৌরসভার একাংশের নিকাহ রেজিষ্ট্রার (কাজি)জি
এম ইমদাদুল হক।লিখিত বক্তৃতায় তিনি বলেন নলিয়ান এলাকার সামছুল হক গাজির ছেলে আমার আপন ভাই জিএম আজিজুল হক
গত ২মে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে আমার বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে সংবাদ সম্লেলন করেছে।আমি তার অবৈধ্ আয়ে বাধা দেওয়ায় সে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে নিজ পরিবারের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করতে দ্বিধাবোদ করেনি। আমি সুতারখালী ও বাজুয়াতে কোন নিকাহ রেজিষ্ট্রার নিয়োগ দেয়নি।আমি জেলা রেজিষ্ট্রার কর্তৃক ১২০ দিনের জন্য অতিরিক্ত দায়িত্ব পেয়েছি মাত্র। সে নিকাহ রেজিষ্ট্রার হওয়ার জন্য আমার নিকট ডিও লেটার বা কোন কাগজ পত্র জমা দেয়নি। কিন্তু আমি ভাই সিসাবে শতচেষ্টা করেও তার নামে ডিও লেটার এনেদিতে পারিনী।তবে আমিতাকে মৌখিকভাবে সুতারখালী ইউনিয়নে আমার কাজে সহযোগিতা করার সুযোগ দেই।সেসুবাদে সে আমাকে ক্যাশ খাতায় স্বাক্ষর রেখে ২০ হাজারটাকাদেয়।আমার বিরুদ্ধে সে বাল্যবিবাহ দেওয়ার যে অভিযোগ এনেছে তা সে কোথাও প্রমান করতে পারবেনাতিনিআরোবলেন,সুতারখালী ইউনিয়নে তাকে কাজের সুযোগ দেওয়ায় সে অতিরিক্ত টাকার বিনিময়ে বাল্যবিবাহ সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ার কারণে আমি তাকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছি।যে কারনে সে আমার বিরুদ্ধে সংবাদ সম্লেলন সহ বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিপক্ষ আজিজুল হক বলেন, আমার ভাই কাজী ইমদাদুল হক আমি বাড়ী না থাকার সুযোগে আমার মা আনোয়ারা বেগমকে ভুল বুঝিয়ে ভাই ভাই দ্বন্দ মিমাংসা করার কথাবলে সংবাদ সম্লেলনে উপস্হিত করেছে।

সাংবাদিক সম্লেলনে সে আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার কোন প্রমান দেখাতে পারবেনা। সে সম্পুর্ণ মনগড়া বানোয়াট তথ্য উপস্হাপন করেছে। আর আমি তার বিরুদ্ধে যেটা করেছি তার সকল প্রমান আমার কাছে আছে।