
খানসামা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্বশান্তি কল্পে শ্রীমদ্ভগবদগীতা যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত। গত শুক্রবার (৫/৫/২০২৩) সারাদিন ব্যাপী উপজেলার গারপাড়া সনাতন সংঘ কাচারী মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জানা যায়,এবারে সর্বপ্রথম খানসামায় এরকম অনুষ্ঠান হচ্ছে।৯ জন পুরোহিত নিয়ে যজ্ঞ করা হয়েছে।সেখানে হাজার হাজার দর্শনার্থীর উপচে পড়া ভিড়।রয়েছে দুপুরে প্রসাদের ব্যাবস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাবু মনোরঞ্জন শীল গোপাল এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট পরিচালনা কমিটির সদস্য এমবিবিএস,এমএসসি,ডায়াবেটিস ডাঃ ডি.সি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা ইউএনও রাশিদা আক্তার,ওসি চিত্তরঞ্জন রায়,চিরিরবন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান বাবু জ্যোতিষ চন্দ্র রায়,খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী প্রমুখ।