ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩

খানসামায় বেলান নদীর উপর ফুট ব্রীজের ঢালাইএর কাজ উদ্বোধন

উজ্জ্বল রায়
মে ১২, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

খানসামা প্রতিনিধিঃ

খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোয়ালডিহি ঈদগাহ ময়দান ও ১নং ওয়ার্ডের পশ্চিম হাসিমপুর সংযোগ বেলান নদীর উপর পুরাতন ব্রীজের সাথে সংযোগ করে খানসামা উপজেলা পরিষদের এডিপির অর্থায়ন ১২ লক্ষ টাকা ব্যায়ে ২১ মিটার একটি ফুট ব্রীজের ঢালাইএর কাজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে ব্রীজটি উদ্বোধন করেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

জানা যায়,কয়েক বছর আগে ঐ দুই এলাকার হাজারো মানুষের পারাপারের সুবিধার্থে বেলান নদীর উপর একটি ব্রীজ করা হয়।কিন্তু ব্রীজটি নদীর এপার থেকে ওপারের ধার পর্যন্ত শেষ না হয়ে নদীর মাঝামাঝি স্থানে কাজ শেষ হলে ব্রীজটি তৈরী করেও জনগণের কোন কাজে আসেনা,পরিত্যক্ত অবস্থায় রয়েছে ব্রীজটি।স্বাধীনতার পর এবার ১ম আওয়ামী লীগের উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের কাছে এরকম সংবাদ আসলে তিনি জানতে পেরে হাজারো মানুষের পারাপারের সুবিধার্থে দুর্ভোগ এরাতে উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ১২ লাখ টাকা ব্যায়ে ঐ পুরাতন ব্রীজটির সাথে সংযোগ করে ২১ মিটার একটি ফুট ব্রীজ তৈরি করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এরপর তারা অত্র ইউনিয়নের ঠাকুরের ঘাট বেলান নদীর উপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এরপর তারা অত্র ইউনিয়নের ঠাকুরদাসের ঘাটে বেলান নদীর উপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শন করেন