ঢাকাসোমবার , ১৫ মে ২০২৩

গাংনীতে পূর্ব শত্রুতার জের ধরে বেগুন ও কচু ক্ষেত কর্তন

মাজিদ আল মামুন
মে ১৫, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মাজিদ আল মামুন-নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা লালু মন্ডল নামের এক কৃষকের বেগুন ও কচু ক্ষেত কর্তন করেছে।
সোমবার (১৫ মে), মধ্যরাতে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কেশনগর-ভোলাডাঙ্গা গ্রামের একটি মাঠ এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লালু মন্ডল জানান, আমি বিশেষ কারণে জেলার বাইরে অবস্থান করছিলাম। সকাল মাঠে কর্মরত লোকজনের ফোন কল পেয়ে জানতে পারি কে বা কারা আমার বেগুন ও কচু ক্ষেত কর্তন করেছে। এবিষয়ে তিনি কাউকে সন্দেহ করেন কিনা জানতে চাওয়া হলে জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার নিকটতম কেউ কাহারও দ্বারা এ কাজ করিয়েছেন। এ ঘটনায় তিনার দেড় লক্ষাধিক টাকার ক্ষেত কর্তন করে ক্ষয়ক্ষতি করা হয়েছে। এ ব্যাপারে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
এলাকাবাসীরা জানায়, লালু মিয়া ১৫ কাঠা জমির মধ্যে ১০ কাঠাতে বেগুন আর ৫ কাঠা জমিতে কচুর আবাদ করে। সেখান থেকে প্রতি সপ্তাহে প্রায় ৮/১০ মণ বেগুন বেচাকেনা করে বিভিন্ন হাট-বাজারে। সব কিছু কেটে তছরুপাত করায় লালু মন্ডল একেবারে পথে বসে গেছে।
মানুষের সাথে শত্রুতা থাকলেও অমানুষের মতো ফসলের সাথে এ কেমন শত্রুতা! এহেন ঘটনায় তিনারা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।