ঢাকাশনিবার , ২০ মে ২০২৩

জলঢাকায় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মশিয়ার রহমান
মে ২০, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকার ভাবনচুরহাট মহাবিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে চাকরি জীবনের শত ব্যস্ততার মাঝেও সহকর্মীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন সবাই। শুক্রবার সকাল থেকে আয়োজিত আনন্দ/আড্ডাময় বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওসাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। উল্লাসে মাতোয়ারা সারাদিনের আয়োজনে আরো উপস্থিত ছিলেন ভাবনচুরহাট মহাবিদ্যালয়ে অধ্যক্ষ প্রফেসর মোঃরুহুল মর্তুজা বাবলু, প্রধান শিক্ষক আবুল হোসেন বিএসসি,শিক্ষক মাহফুজার রহমান, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, ভাবনচুরহাট শাহী জামে মসজিদের খতিব নুর বকস্, সমাজ সেবক আনিছুর রহমান প্রমূখ। , আমন্ত্রিত অতিথিরা ছাড়াও বাৎসরিক এই আনন্দ আয়োজনে ভাবনচুরহাট মহাবিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক/শিক্ষিকা, উপাধ্যক্ষ, পরিচালক এবংকর্মচারীরা অংশগ্রহণ করেন।

মধ্যহ্নভোজনের পর শিক্ষক/শিক্ষিকার অতিথি বৃন্দের শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও লটারি অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।