ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২

বিএনপির পদত্যাগের কথা শুনে আ. লীগ নেতাদের গণসংযোগ শুরু

মোঃআইনুল হক,
ডিসেম্বর ১১, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

পীরগন্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের এমপি জাহিদুর রহমানসহ বিএনপির সাত সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণায় পীরগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এ আসনে উপ-নির্বাচন হবে এমন খবরে নির্বাচনে অংশ নিতে অনেকেই ভোটার ও কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির মহা সমাবেশে দলের সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণার পর পরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবে ভূমিহীনদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ নিয়ে কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আখতারুল ইসলাম। তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগ করলে এ আসনে উপ-নির্বাচন হবে আর নির্বাচনে আমিও একজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এ দিকে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণার খবরে তিনিও দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

অপরদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ প্রায় তিন মাস আগ থেকেই মাঠ গোছাতে শুরু করেছেন। এরই মধ্যে দলের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ করেছেন তিনি। এ আসনে উপ-নির্বাচন হচ্ছে এমন খবরে আরো চাঙা হয়ে উঠেছে দলের নেতাকর্মীরা।

জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলীও নেতাকর্মীদের একত্রিত করতে কাজ শুরু করেছে।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আদায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে। ইতিমধ্যে বিভিন্ন চায়ের দোকান, হাট-বাজারসহ পাড়া মহল্লায় বিএনপি এমপিদের পদত্যাগের ঘোষণায় বিষয়টি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।