ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২

কবিতা : নতুন জীবন সাজাতে চাই

Siam Hossen
ডিসেম্বর ১১, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!
                       

কবি মোঃ ছিদ্দিক

আমি ভোরের আকাশে
নতুন সূর্যের আলোতে
জীবনকে রাঙাই,
নতুন দিনের চলার পথে,
আমি উদ্দীপনায় মেতে যাই
নতুন পৃথিবী গড়ার শপথে।
আমি করি অঙ্গীকার,
সুন্দর পৃথিবী দিতে চাই,
উপহার,

সুন্দর পৃথিবী খোঁজে নিতে,
পাইনা খোঁজে সুন্দর পৃথিবী
কি করে সাজাই —
নিজের জীবনকে নতুন আলোতে!
আমি ভোরের আকাশে
রক্তিম সূর্যের হাসিতে
মিশে যেতে চাই ,
সবার মনে হাসি ফোটাতে,
রক্তম সূর্যের মায়াতে,
নতুন জীবন সাজাতে চাই ।