ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, শেরপুরে চাঁদের বিরুদ্ধে মামলা

দৈনিক প্রথম বাংলাদেশ
মে ২৩, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!
                       

স্টাফ রিপোর্টার,
প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে শেরপুরে মামলা দায়ের করা হয়েছে। ২৩ মে মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সানুয়ার হোসেন ছানু বাদী হয়ে বিজ্ঞ সিআর আমলি আদালতে এ মামলাটি দায়ের করেন। কোর্ট প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদেরকে মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে মামলা দায়ের করলাম। আদালতের কাছে ন্যায় বিচার আশা করছি।”

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এক বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয় সারা দেশে। খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে পুঠিয়ার শিবপুরের একটি মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে আবু সাঈদ চাঁদ শেখ হাসিনাকে কবরে পাঠাবেন বলে মন্তব্য করেন। এসময় মামলার কৌশলী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌস সহ আইনজীবী ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।